
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। করোনা চিকিৎসায় তিনি এতদিন রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা দেওয়ার কথা থাকলেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে পরবর্তীতে প্লাজমা থেরাপি লাগেনি।
ডাক্তার তাঁকে আগামী দুই মাসের জন্য ওষুধ দিয়ে বাসায় বিশ্রামে থাকতে বলেছেন ।
করোনামুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী ও পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে মানুষের জন্য কাজ করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও সংবাদ
সমুদ্র সম্পদ নিয়ে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারত – প্রাণিসম্পদ মন্ত্রী
‘বাংলাদেশে পরিবার পরিকল্পনা সেবা এগিয়ে নিতে সৃষ্টিশীল নেতৃত্ব জরুরী’ – মার্ভিন ক্রিশ্চিয়ান
জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ