
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন স্টেজ ফর ইউথ এর সদস্য ও সদস্যারা।
বুধবার বিকালে তার কার্যালয় করোনা সংক্রমন প্রতিরোধে স্টেজ ফর ইউথ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এসময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন করোনা সংক্রমন প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে জনগনকে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানায়।
তিনি স্টেজ ফর ইউথ এর সদস্য সদস্যাদের ভুমিকার প্রশংসা করেন। করোনা প্রতিরোধ কার্যক্রমে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সৈয়দ ইমরান হোসেন, সারমিন আক্তার অন্তরা, শাহানা আক্তার, অনা ইসলাম, ও শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য করোনা সংক্রমন প্রতিরোধে শহরের তরুন তরুনী জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেয়।
আরও সংবাদ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে যুবলীগের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় উগ্র-মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা সফল হবেনা – শ. ম. রেজাউল করিম