
জেলায় করোনা প্রতিরোধকল্পে পিরোজপুর জেলার পরিস্থিতি এক পর্যালোচনা সভা সোমবার জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, এ জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছায়নি। সামাজিক দূরত্ব বজায় রাখা, হাটবাজারের গণসমাবেশ নিরুৎসাহিত করা, মসজিদসহ ধর্মীয় উপসনালয়ে বিশেষ সতকর্তা অবলম্বন, প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড চালু ইত্যাদি কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়া ১০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং খাদ্য সামগ্রী বিনামূল্যে অসহায় মানুষকে প্রদানের কাজও চলছে।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, জেলায় ওষুধের দোকান ছাড়া সব ধরণের পণ্যের দোকান বিকেল ৫টার পর বন্ধ থাকবে।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলায় মাত্র ১৫ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মশিউল সভায় বলেন, জেলায় চারটি সেনা দল করোনা প্রতিরোধে কাজ করছে।
সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি জানান, এ পর্যন্ত জেলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তের জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। প্রাপ্ত একজনের রিপোর্ট নেগিটিভ পাওয়া গেছে। এছাড়া করোনাভাইরাস রোধকল্পে ও করোনা বিস্তারে করণীয় বিষয়ক এক সমন্বয় সভায় গত রবিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় কনোরাভাইরাস রোধ ও মহামারি আকার ধারণ করলে সে বিষয় আলোচনা করা হয়। এ সময় জনবল, শয্যা সংখ্যা ও সেবার ধরণ সিভিল সার্জন কার্যালয় লিখিতভাবে প্রদানের অনুরোধ জানান। পরিস্থিতি খারাপের দিকে গেলে চিকিৎসা প্রদানের জন্য শহরের প্রাথমিকভাবে একটি বা দু’টি ক্লিনিক নির্বাচন করা হবে। আলোচনায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ এ ধরণের চিকিৎসা সেবা দেয়া ক্ষেত্রে তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় জানতে চাইলে সিভিল সার্জন ও ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি তাদের আশ^স্ত করে বলেন, এ ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ডায়াগনস্টিক সেবাদান প্রতিষ্ঠানে কম করে হলেও দুইটি এবং ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় পিপিই প্রদান করা হবে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও সংবাদ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে যুবলীগের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় উগ্র-মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা সফল হবেনা – শ. ম. রেজাউল করিম